আগামীকালও আদালতে যাচ্ছেন না খালেদা
আগামীকাল বৃহস্পতিবার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে যাচ্ছেন না।
আজ বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার শুনানির কথা রয়েছে।
প্রসঙ্গত, এর আগেও অসুস্থতার কারণ দেখিয়ে কয়েকবার আদালতে হাজিরা দেননি খালেদা জিয়া। তবে তাঁর অনুপস্থিতিতেই চলছে মামলার কার্যক্রম।
মন্তব্য চালু নেই