আখের রসে নর্দমার পানি! (দেখুন ভিডিওতে)

তপ্ত দুপুরে প্রশান্তি পেতে এক গ্লাস আখের রসের জুড়ি নেই। ঘর্মাক্ত শরীর নিয়ে ফুটপাতের এপাশ-ওপাশ আখের রস খুঁজে বেড়ান অনেকেই। ঠান্ডা এক গ্লাস রস পেলেই হলো। কিন্তু রস কোন পানি দিয়ে তৈরি হচ্ছে, সেই খবর রাখার কি দরকার নেই?

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।

সেই ভিডিওটিতে দেখা যায়, এক বিক্রেতা রাস্তার পাশের নর্দমার পানি দিয়েই রস ছাঁকার একটি ছাঁকনি ধুচ্ছেন। একই স্থানের পানি অন্যান্য কাজের জন্য সংগ্রহ করছেন।

ভিডিওটি দেখার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই হাতাশা প্রকাশ করেছেন।

ভিডিওর লিংকটি শেয়ার করে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘ড্রেনের (নর্দমার) পানি ব্যবহার হচ্ছে আখের রসে! তা খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে সবাই! কিন্তু ব্যবস্থা নেওয়ার কেউ নেই! ’

ভিডিওটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই