আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত : পূর্বাঞ্চালের সঙ্গে যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

আখাউড়া লোকোসেডের ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি ওই এলাকায় আসলে ট্রেনের একটি বগি লাইন থেকে সরে পড়ে। এ ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. ইয়াছিন জানান, ট্রেনের চাকা খুলে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নাশকতারমূলক কোনো ঘটনা নয় বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই