আওয়ামী মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভের কর্মসূচী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক আওয়ামী মিথ্যাচার, কূরুচীপূর্ণ ও অশ্লীল বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভা করবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এছাড়া বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ সমূহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির এ কর্মসূচি অনুমোদন করেছেন এবং তা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন। এছাড়া তারা নববর্ষ উপলক্ষে দলের সব নেতা-কর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার, কূরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রোববার সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সাইদের নেতৃত্বে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ গেটে শেষ হয়। মিছিল শেষে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুলের কুশপুতুল পোড়ানো হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মুক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম শামীম রেজা, সহ-ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, সহ-পাঠাগার সম্পাদক গাজী সুলতান জুয়েল ও গোলাম মোস্তাফা, কেন্দ্রীয় সদস্য সঞ্জয় দে রিপন, স্বপন মণ্ডল প্রমুখ।



মন্তব্য চালু নেই