আওয়ামী নয়, সমাবেশের অনুমতি দেবে প্রশাসন : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার রাখে প্রশাসন।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির কারণে, রাজধানীতে যানজটের মতো জনদুর্ভোগ, সব অর্জন ম্লান কোরে দেয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, এর যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
৫ জানুয়ারি সারা দেশে বিএনপির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচী থাকলেও, ওই দিন দলীয় চেয়ারপারসনের আদালতে হাজিরা থাকায় রাজধানীতে কোন কর্মসূচী ছিলনা দলটির। দুইদিন পর ৭ জানুয়ারি রাজধানীতে কর্মসূচীর ডাক দেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান না হলে নয়া পল্টন অথবা যেকোন স্থানে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করে বিএনপি।
এছাড়া শুক্রবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচীকে ঘিরে যাতে রাজধানীবাসীর দুর্ভোগ না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের সচেতন হতে হবে।
গেল ৪ জানুয়ারি ছাত্রলীগের কর্মসূচীকে ঘিরে রাজধানীতে যে দুর্ভোগ হয়েছিল সে প্রেক্ষিতে একথা বলেন ওবায়দুল কাদের।
মন্তব্য চালু নেই