আওয়ামীলীগ এলেই দেশে উন্নতি হয় : হানিফ

আওয়ামীলগি উন্নয়নের সরকার। এই সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশে উন্নয়নের জোয়ার বইছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ।কুষ্টিয়া স্টেডিয়ামে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সুইমিংপুল নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সুইমিংপুল নির্মাণের। যা আওয়ামী লীগ সরকার পুরণ করেছে। এর ফলে এখান থেকে আন্তর্জার্তিক মানের সাঁতারু তৈরী করা সম্ভব হবে বলে আমি মনে করি।

তিনি বলেন, এই কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী। খেলাধুলার দিক থেকেও এ জেলার সুনাম রয়েছে। এ জেলার রুবেল রানা, সবুরা খাতুন, জুই ও মমতাজ শিরীনের মতো সাঁতারুরা বাংলাদেশের সাঁতার অঙ্গনে উজ্জল নক্ষত্রের আলো ছড়িয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু প্রমুখ।



মন্তব্য চালু নেই