আই এ্যাম নট আন হ্যাপি : রাঙ্গা
জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘আই এ্যাম নট আন হ্যাপি’।
বুধবার বিকেলে অব্যাহতির বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। রাঙ্গা আরো বলেন,
‘আমার অব্যাহতির বিষয়ে এখনো পার্টির পক্ষ থেকে কোন চিঠি বা নির্দেশনা পাইনি। চিঠি পেলে আমার পরবর্তি করনীয় ঠিক করবো।
এর আগে বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেন।
এ সময় মশিউর রহমান রাঙ্গা সচিবালয়ে নিজ দপ্তরে অবস্থান করছিলেন। গণমাধ্যমে অব্যাহতির খবর আসার পর বেলা ৩টার দিকে নিজ মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান তিনি।
অব্যাহতির পর মন্ত্রিপরিষদে থাকবেন কি না’ এমন প্রশ্নের জবাবে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিলে মন্ত্রিপরিষদে থাকতে পারবো না তাতো নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, তার দেওয়া এই দায়িত্ব আমি পালন করে যাবো।
মন্তব্য চালু নেই