আইসিসির ভুল সিন্ধান্তের প্রতিবাদে জবিতে মানববন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পেয়ারদের ইচ্ছাকৃত ভুল সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা আইসিসির কঠোর সমালোচনা করেন এবং বির্তকিত আম্পেয়ার ইয়াং গোল্ড ও আলিমদা’রের শাস্তি দাবি করেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সমস্যদের বরন করে নেয়ার জন্য দেশবাশীকে আহবান জানান শিক্ষার্থীরা। এর আগে একটি র্যালী নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থী।
মন্তব্য চালু নেই