আইসিসি’র প্রতি খোলা চিঠি ও বিতর্কিত আম্পায়ারদের কুশপুত্তলিকা দাহ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ভারত কোয়াটার-ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত ও ভারতপ্রীতি সিন্ধান্তের প্রতিবাদে বিতর্কিত আম্পায়ারদের আজীবন বহিঃষ্কারের দাবি ও কুশপুত্তলিকা দাহ করেন জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ রংপুর জেলা।

কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে অদ্য সকাল সাড়ে দশটায় রংপুর প্রেসক্লাবের সামনে ‘আইসিসি’র প্রতি খোলা চিঠি ও বিতর্কিত আম্পায়ারদের আজীবন বহিঃষ্কারের দাবি’ নিয়ে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ রংপুর জেলা শাখা উক্ত মানববন্ধনের আয়োজন করে।

উক্ত মানববন্ধন শেষে বিতর্কিত আম্পায়ারদের কুশপুত্তলিকা দাহ করেন রংপুর জেলা শাখার বোয়াফ নেতৃবৃন্দ ও ক্রিকেট ভক্তরা।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ কেন্দ্রীয় সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময় পক্ষে রংপুর জেলার সভাপতি জিন্নাত হোসেন লাভলু আইসিসির প্রতি খোলা চিঠিটি তুলে ধরে বলেন- ‘প্রথমেই ঘৃণা আর ক্ষোভ প্রকাশ করছি। ধিক্কার আর প্রতিবাদ জানাচ্ছি টাকার কাছে আইসিসি’র নীতি ও আদর্শ বিক্রি করার কারনে। দুঃখ প্রকাশ করছি, আইসিসি’র কর্মকান্ডের প্রতি প্রতিবাদ করতে আমাদের মূল্যবান সময় নষ্ট করে মানববন্ধনে দাঁড়িয়েছি। আর সেই সাথে আমাদের সবার সন্দেহ এবং বিশ্ব ক্রিকেট ভক্তদের প্রশ্ন- এটা কি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ না-কি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’?

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫, অষ্ট্রেলিয়ার ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্নে বাংলাদেশ বনাম ভারত কোয়াটার-ফাইনালের অত্যান্ত গুরুত্বপূর্ণ ম্যাচটির অগ্রীম ভাগ্য নির্ণয়ক হতে দেখা যায় আম্পায়ারদের, যা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্ত অবলোকন করেছে, মর্মাহত হয়েছে, ঘৃণা-ক্ষোভ প্রকাশ করেছে আর আইসিসি’র প্রতি সন্দেহ তৈরি হয়েছে যা ভবষ্যিতের জন্য মারাত্মক ক্ষতিকর।

তৃতীয় বিশ্বের আধুনিক সময়ে তথ্য-প্রযুক্তির কল্যাণে পুরো ক্রিকেট বিশ্ব দেখেছে বাংলাদেশ ক্রিকেট টাইগারস অধিনায়ক মাশরাফির এলবিডব্লিউ’র আবেদন এবং পরে টিভি আম্পায়ারের কাছে তার এই আবেদনটির রিভিউ। কোটি কোটি ক্রিকেট ভক্ত অবলোকন করেছে টাইগারস ডিপেন্ডেবল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে অবৈধভাবে কিভাবে আউট করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা অবাক হয়ে দেখেছে, বাংলাদেশ দলের নির্ভরযোগ্য বোলার ও ক্রিকেট বিশ্বকাপ’১৫ এর চমৎকার পারফরম্যান্স করা রুবেল হোসেনকে কিভাবে উকেট থেকে বঞ্চিত করা হয়েছে।

আমরা মনেকরি, আম্পায়ারদে একের পর এক বিতর্কিত ও ভারতপ্রীতি সিদ্ধান্তের কারনে বিশ্ব ক্রিকেট ভক্তরা যেমন হতাশ হয়েছে, তার চেয়েও বেশী মর্মাহত ও আত্মবিশ্বাস হারিয়েছে ক্রিকেট টাইগারসরা।

আম্পায়ারগণ একদিকে যেমন ক্রিকেট টাইগারসদের ন্যাচারাল খেলা থেকে বঞ্চিত করেছে আবার অন্যদিকে বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চকর ও শৈল্পিক ক্রিকেট খেলাকে কলঙ্কিত করেছে।

বিশ্ব ক্রিকেট ভক্তদের পক্ষে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ অর্থাৎ আমাদের দাবি- আইসিসি’কে তার নিরেপক্ষতার জায়গা থেকে বিশ্ব ক্রিকেট ও ক্রিকেট প্রেমীদের কথা চিন্তা করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বেড়িয়ে আসতে হবে এবং সেই সাথে বিতর্কিত ও ভারতপ্রীতি সিন্ধান্তকারী আম্পায়ারদের আইসিসি’র সকল কর্মকান্ড থেকে আজীবনের জন্য বহিঃষ্কার করতে হবে।

উক্ত মানববন্ধনটি পরিচালনা করেন বোয়াফ, রংপুর জেলার সাধারন সম্পাদক, এস.এম সাব্বির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক, আল নাঈম আহমেদ ঢালী। মানববন্ধনটি সভাপতিত্ব করেন বোয়াফ, রংপুর জেলা সভাপতি, মোঃ জিন্নাত হোসেন লাবলু।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর আনিসুল হক পেয়ারা, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, আশরাফুল আলম আল-আমিন উপ-ব্যবস্থাপনা পরিচালক রংপুর গ্রুপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিভাগীয় সমন্বয়ক প্রফেসর এলাহী ফারুক, মহানগর যুবলীগের আহবায়ক এবিএম সিরাজুম মুনির বাশার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী বিপ্লব, যুবনেতা রিপন, রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ সাগর, মহানগর ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, শেখ আসিফ, আজিজুল ইসলাম প্রমুখ।

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর, জেলা শিল্পকলা একাডেমি রংপুর, শঙ্কচিল, নাট্যনিকেতন, আবর্তন, উত্তরণ, রংপুর পদাতিক, প্রজন্ম একাত্তর, এফসি মোমিনপুর ইউনাইটেড, উদয়ন সহ অন্যান্য সংগঠন, বোয়াফ রংপুরের নেতৃবৃন্দ তৌহিদ, দিগন্ত, মুকুল, প্রিয়, জামাল, হারুন, রাহাদ, শামীম প্রমুখ।



মন্তব্য চালু নেই