আইসিসিতে আজমলকে টপকে কোথায় পৌঁছে গেলেন সাকিব?

দীর্ঘদিন আইসিসির সেরা বোলার ছিলেন পাকিস্তানের জাদুকর সাঈদ আজমল। প্রায় এক বছর আগে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে দলে সুযোগ পেয়ে বাংলাদেশে উড়ে আসেন আজমল। সাঈদ আজমলকে বেশ আগেই পেছনে ফেলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

আইসিসির ওয়েব সাইটের দিকে দৃষ্টি দিতেই মেলে এই তথ্য। টি-টোয়েন্টিতে সেরা দশ বোলারের একজন হলেন সাকিব। সাকিব এই তালিকায় সেরা ছয়ে রয়েছেন।

অন্যদিকে সাকিবের চেয়ে দুই ধাপ নিচে রয়েছেন আজমল। সাকিবের পয়েন্ট ৬৯০ ও আজমলের পয়েন্ট ৬৬৫। ৭২৩ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

৭১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অসি ক্রিকেটার মিচেল স্টার্ক। ৭০৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন।

এর পরে রয়েছেন ট্রেন্ট বোল্ড ও ডেল স্টেইন। সাকিব ও আজমলের মাঝে রয়েছেন মিচেল জনসন। রবি চন্দ্র অশ্বিন ও ভূবেনেশ্বর কুমার রয়েছে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে।



মন্তব্য চালু নেই