আইসিইউতে কবি রফিক আজাদ
‘ভাত দে হারামজাদা’ খ্যাত বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি রফিক আজাদ মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অধ্যাপক ডা. হারিসুল হকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক হারিসুল হক জানান, গতরাতে কবি রফিক আজাদ তার বাসায় চেয়ার বসা অবস্থায় হঠাৎ পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে বারডেম হাসপাতালে নেয়া হয়। বারডেমে শয্যা না পাওয়ায় তাকে দ্রুত আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
কবি রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের নানা রোগে ভুগছেন।
রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে খালি পায়ে মিছিল করেন। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে যুদ্ধ করেন।
কর্মজীবনে তিনি বাংলা একাডেমির মাসিক সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার’- এর সম্পাদক ছিলেন।তিনি টাঙ্গাইলের মওলানা মুহম্মদ আলী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
রফিক আজাদের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে, অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, চুনিয়া আমার আর্কেডিয়া উল্লেখযোগ্য।
মন্তব্য চালু নেই