আইসক্রিমের দাম ২০ লাখ টাকা !

আমরা সাধারণত ৫ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত আইসক্রিম দেখে আসছি। কিন্তু এবার সেই আইসক্রিমের দাম উঠেছে ২৫ হাজার ডলারে যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ২০ লাখ টাকা।

সম্প্রতি দুবাইয়ের ‘স্কুপি ক্যাফে’ নামের একটি আইসক্রিম পার্লারে ওই আইসক্রিমটি ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। তবে আইসক্রিমের সাথে রয়েছে ১৮ ক্যারেট সোনা ও হিরের ব্রেসলেট ও একটি সোনার চামচ।

স্কুপির ‘ব্ল্যাক ডায়মণ্ড’ও একেবারেই মাদাগাস্তার ভ্যানিলা বিন আইসক্রিম দিয়েই তৈরি। তবে এর টপিংসেই লুকিয়ে এর আসল দাস। এতে দেওয়া রয়েছে ইটালিয়ান ফ্রুফলস ও দূর্লভ অ্যাম্ব্রোসিয়াল ইটালিয়ান কেশর। যার এক আউন্সের দাম প্রায় ১০০ ডলার। এছাড়াও ২৩ ক্যারেটের গোল্ড ফ্লেকও ব্যবহার করা হয়েছে এই আইসক্রিমে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল পর্যন্ত এইধরণের আইসক্রিম কিনেছেন মাত্র দুজন।
সূত্র: কলকাতা24.কম



মন্তব্য চালু নেই