আইভী রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী রোববার
তৎকালীন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানের দশম মৃত্যুবার্ষিকী আগামী ২৪ আগস্ট রোববার। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার চারদিন পর ২৪ আগস্ট তিনি মারা যান।
প্রতিবারের ন্যায় এবারও আগামীকাল ২৪ আগস্ট আইভী রহমানের দশম মৃত্যুবাষির্কী পালন করা হবে। এ উপলক্ষে রোববার সকাল ৯টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আইভী রহমানের কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও মোনাজাতের কর্মসূচি গ্রহণ করেছে।
এ দিন বাদ আছর, আইভী কনকর্ড টাওয়ার, বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি ২৪ আগস্ট শহীদ আইভী রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্তব্য চালু নেই