আইভীসহ তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৩ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। রবিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইভীর ব্যক্তিগত সহকারী (পিএ) আবুল হোসেন জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বলেন, সেলিনা হায়াৎ আইভী ছাড়াও ওয়ার্কার্স পার্টি থেকে মাহাবুবুর রহমান ইসমাইল ও কল্যাণ পার্টির পক্ষ থেকে রাশেদ ফেরদৌস মেয়র পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেছেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ তিনজনের নাম প্রস্তাবনা করা হয়। পরে ১৭ নভেম্বর ওই তিনজনের নাম কেন্দ্রে জমা দেওয়া হলেও ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড আইভীকে মনোনয়ন দেয়।
মন্তব্য চালু নেই