আইভীর জয়ের কারণ উন্নয়ন ও সততা
নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে সেলিনা হায়াৎ আইভীর মেয়র নির্বাচিত হওয়ার পেছনে তার উন্নয়ন ও সততাকে সামনে আনছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিগত ৫ বছরে আইভী দল-মতের ঊর্ধ্বে উঠে সিটি করপোরেশনের উন্নয়ন করেছেন।নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, আইভী তার ক্লিন ইমেজ নিয়ে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি জানান, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য আইভীর কোনো বিকল্প গড়ে উঠেনি। নগরবাসী এবার ভোটে সেটা প্রমাণ করে দিয়েছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল বলেন, তরুণ প্রজন্মের কাছে আইভী একটি অনুকরণীয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আইভী সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে নতুন ভোটারদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তারা গ্রহণ করে এবারের নির্বাচনে তাকে একচেটিয়া ভোট দিয়েছেন। এ নগরে তার সততার ইমেজ প্রতিটি ভোটারের কাছে গ্রহণযোগ্য ছিল।
উল্লেখ্য, গত ৫ বছরে নাসিকের মেয়র থাকাকালীন নগরে ৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন আইভী।
মন্তব্য চালু নেই