আইফোনের সাথে বিয়ে! (দেখুন ভিডিওসহ)

সারাবিশ্বে স্মার্টফোন প্রেমীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, ফোনের প্রতি মানুষের আসক্তিও বাড়ছে ক্রমাগত। কিন্তু যুক্তরাষ্ট্রের এক লোক এই জাতীয় ফোন প্রেমকে নিয়ে গেছেন অভাবনীয় এক পর্যায়ে। লাস ভেগাসে অনুষ্ঠান করে বিয়ে করে ফেলেছেন নিজের আইফোনকে।

লাস ভেগাস রিভিউ জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই হতবাক বিয়ের অনুষ্ঠান ভেগাসের আর দশটা অনুষ্ঠানের মতোই হয়েছে। বর অ্যারন সেরভেনাক খুব দামি স্যুট পরেছিলেন। জাঁকজমক কম হয়নি, শুধু কনে আইফোনের পরনে ছিল খুব সুন্দর একটা ব্যাক কাভার!

অনুষ্ঠানের এক পর্যায়ে যখন বিয়ের কাজী অ্যারন সেরভেনাক বললেন, আপনি কি এই আইফোনটিকে আপনার বিয়ে করা বউ হিসেবে গ্রহণ করছেন? অ্যারন তখন হাসিমুখে কবুল করেছেন।

লাস ভেগাসের যে চ্যাপেলে বিয়ে হয়েছে তার মালিক মিখায়েল ক্যালি বলেছেন, এই বিয়ের অনুষ্ঠানের কথা শুনে তিনি প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন, পরে ঠিক করলেন এই বিয়ের আয়োজন তিনি করবেন।

কারণ, তার কাছে মনে হয়েছে এতে করে সমাজের গজিয়ে ওঠা স্মার্টফোন প্রেমীদের জন্য একটি সাঙ্কেতিক বার্তা দেয়া যাবে। মানুষ তাদের ফোনের সাথে এতোটাই ঘনিষ্ঠ যেন তারা এটাকে বিয়ে করেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই