আইপিএল মাতাচ্ছেন ম্যাক্সওয়েল

প্রথম ম্যাচে ৯৫, পরের ম্যাচে ৮৯ আর মঙ্গলবার করলেন ৯৫ রান। ভাবা যায়! তিনটি ম্যাচেই সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তাতে কিছু এসে যায় না। ম্যাক্সওয়েলের ব্যাটে যে মরুঝড় উঠেছে তাতেই টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

মঙ্গলবার তারা ৭২ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। অবশ্য ম্যাক্সওয়েলের ব্যাটিং দাপটে প্রথম ইনিংসের পরেই পাঞ্জাবের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে পাঞ্জাবকে ব্যাট করার আমন্ত্রণ জানান হায়দরাবাদের অধিনায়ক শেখর ধাওয়ান। পাঞ্জাবের পক্ষে ব্যাট করতে নেমে ভালো সূচনা এনে দেয় চিতেশ্বর পূজারা এবং বিরেন্দর শেবাগ জুটি। তারা ৬.৪ ওভারে ৫১ রান তোলেন। মাত্র ২২ বলে ৩০ রান করে শেভাগ আউট হলে নামেন ম্যাক্সওয়েল। এবং নেমেই ঝড় তোলেন।

অবশ্য শুরুর দিকে তার ক্যাচ ফেলেছেন হায়দরাবাদের ফিল্ডাররা। ড্যারেন স্যামির বলে হাফ সেঞ্চুরির পর একবার আউট হলেও তা ছিল নো বল। ম্যাক্সওয়েলের দাপটে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৩ রান করে পাঞ্জাব।



মন্তব্য চালু নেই