আইপিএল নিলামে রেকর্ড দাম যুবরাজের

টানা দ্বিতীয় বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রেকর্ড ১৬ কোটি রূপিতে বিক্রি হলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ২.৬৭ মিলিয়ন মার্কিন ডলারে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দিলেন ৩৩ বছর বয়সী পাঞ্জাব প্রতিভা। গত বছরের নিলামে ১৪ কোটি রুপিতে যুবরাজকে কিনেছিল ব্যাঙ্গালুরু।

সোমবার ব্যাঙ্গুলুরুর নিলামে যুবরাজ ছাড়াও ভালো দাম পেয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস ও ভারতের দিনেশ কার্তিকও। সাড়ে সাত কোটি রুপিতে লঙ্কান অধিনায়ককে কিনেছে দিল্লি। অন্যদিকে দিল্লি থেকে কার্তিককে সাড়ে দশ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে বিজয় মালিয়ার রয়েল চ্যালেঞ্জার্স। বেস প্রাইজ দুই কোটি রুপিতে কেভিন পিটারসেনকে কিনেছে হায়দরাবাদ। কলকাতা থেকে দেড় কোটির বিনিময়ে একই দলে যোগ দিয়েছেন ইয়ন মর্গানও।

নিলামের প্রথম দিনে অবিক্রিত রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ৫০ লাখ রুপিতে নিউজিল্যান্ডের জেমস নিশামকে কিনেছে শাহরুখ খানের দল। একই দামে প্রবীণ ক্রিকেটার ব্রাড হজকেও শিবিরে ভিড়িয়েছে কেকেআর। অন্যদিকে দেড় কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে ফিরেছেন মাইক হাসি। ৩.২০ কোটিতে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।



মন্তব্য চালু নেই