আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন যে ক্রিকেটাররা!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম সংস্করণের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ ফেব্রুয়ারি। আইপিএল ফ্রাঞ্চাইজিরা এখন দল গোছানোর জন্য নিলামের দিকে তাকিয়ে আছেন। নিলামে টাকার ছড়াছড়িও হবে বলে আশঙ্কা।
এবারের নিলামে ২৮ বিদেশি সহ মোট ৭৬ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে বেঙ্গালুরুর নিলামে। তবে এবারের আসরে কারা নজর কাড়তে পারেন নিলামে, কারা ঝড় তুলতে পারেন। এমনই এক জরিপ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি। সেখানে দেখা যাচ্ছে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে ইশান্ত শর্মার নাম। কারণ তাকে পুণে ছেড়ে দিয়েছে। অথ্যাৎ সে নিলামে উঠবে। বাকি ভারতীয় ক্রিকেটার সবাই চুক্তিবদ্ধ।
এছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে উঠছে জেসন রয়, বেন স্টোকস, ক্রিস জর্ডান, ইয়ন মর্গ্যান, কলিন মুনরো, মার্টিন গাপ্টিল, মার্টিন গাপ্টিল।
মন্তব্য চালু নেই