আইপিএল ক্রিকেটারদের নিশ্চিন্ত করেঃ বিরাট কোহলি
নিন্দুকেরা বলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটারদের টেনশনের বড় একটা ‘বোঝা’ উপহার দেয়। তবে বিষয়টিতে একমত নন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। স্রোতের উল্টো পিঠে গিয়ে প্রেমের তরীতে ভাসা এই ক্রিকেটারের ভাষ্য, ‘আইপিএল ক্রিকেটারদের সংকোচ ভাঙিয়ে দেয়। নিশ্চিন্ত করে তোলে। আর ক্রিকেটকে উপভোগ করার টোটকা দেয়।’
আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি রোববার তার দলের জার্সি উন্মোচনের সময় বলেন, ‘আমরা যে ক্রিকেটকে উপভোগ করতে পারছি তা আইপিএল আমাদের শিখিয়েছে। এই টুর্নামেন্টটিতে ক্রিকেটারদের জন্য অনেক উত্তেজনার মুহূর্ত থাকে। আর আন্তর্জাতিক ক্রিকেটের মতো চাপও থাকে না। সবমিলিয়ে দারুণ একটি আবহ। যা খেলাটিকে আকর্ষনীয় করে।’
বাংলাদেশে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হওয়া এই তারকা আরো বলেন, এই মৌসুমে তিনি রয়েল চ্যালেঞ্জার্সকে প্রথমবারের মতো শিরোপা উপহার দিতে চান। কোহলি বলেন, ‘প্রত্যেক বছর শিরোপা জয় করাই আমাদের লক্ষ্য থাকে। কিন্তু এখন পর্যন্ত তা আমরা পারিনি। তবে এই মৌসুমে এই অচলাবস্থা ভাঙ্গতে চাই আমরা। আর আমাদের দলটাও দারুণ।
মন্তব্য চালু নেই