আইপিএলে সেরা বিদেশি বোলার মুস্তাফিজ!
প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে একের পর এক বিস্ময়ই উপহার দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে মুগ্ধ এখন পুরো ক্রিকেট বিশ্ব। সবাই শুধু যেন তার বোলিং দেখতেই মাঠে উপস্থিত হয়। এবার দর্শক জরিপে চলতি আইপিএলে সেরা বিদেশি পেসার নির্বাচিত হওয়ার পথে সাতক্ষীরার এই তরুণ।
চলতি আইপিএলে সেরা বিদেশি পেসার নির্বাচনে দর্শকদের কাছ থেকে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে এখন পর্যন্ত সাড়া দিয়েছেন ৮৪৪৪৭ জন। ভোটের জন্য নির্বাচন করা হয় চার বিদেশি পেসারকে। এরা হলেন কিউই পেসার মিচেল ম্যাকলেনাগান, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
এখন পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পেয়ে সবার শীর্ষে অবস্থান করছেন মুস্তাফিজ। এরপর আছেন কিউই পেসার মিচেল ম্যাকলেঘ্যান। তিনি ভোট পেয়েছেন ২৫ শতাংশ। ১১ শতাংশ ভোট পেয়েছেন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল এবং ৯ শতাংশ ভোট পেয়েছেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।
মন্তব্য চালু নেই