আইপিএলে সর্বোচ্চ রুপিতে চুক্তিবদ্ধ সেই অবহেলিত ক্রিকেটার
২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের আসর চলছে। আইপিএলের ভারত ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। তবে ভারতের হয়ে খেলতে পারেন নি সে দেশের এক তারকা ক্রিকেটার। কিন্তু আর কয়েকদিন পর শুরু হতে যাওয়া আইপিএলে সর্বোচ্চ রুপিতে তাকে দলে নিয়েছে একটি ক্লাব।
হয়তো সবাই ধারনা করেই ফেলছেন কে সেই ক্রিকেটার। তিনি আর কেউ নন। তিনি হলেন গত বিশ্বকাপ আসরের টুর্নামেন্টসেরা তারকা যুবরাজ সিং।
এর মাধ্যমে দ্বিতীয় বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রেকর্ডময় ১৬ কোটি রূপিতে চুক্তিবদ্ধ হলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। এর আগে ১৪ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিলো ব্যাঙ্গালুরু।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড যুবরাজকে বিশ্বকাপের স্কোয়াডে নেয় নি। এর পরে যুবরাজ ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি শতক হাঁকান। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ভারতীয় বেশ কয়েকজন ক্রিকেটাদের অসুস্থতার কারণে তরুণ ক্রিকেটারদের দলে ডাকা হলেও অবহেলিত থেকেছেন যুবরাজ।
তিনি এ বিশ্বকাপ আসরের কেবল দর্শক। আর এরই মধ্যে আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন তিনি। কয়েকদিন পরেই আইপিএল আসরে খেলবেন তিনি।
মন্তব্য চালু নেই