আইপিএলে ফিক্সিং নিয়ে বোমা ফাটালেন মোদি

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা নতুন নয়। এই অপরাধের সঙ্গে জড়িয়ে ভারতের তারকা পেসার শ্রীশান্ত এখন রয়েছেন নির্বাসনে। এই অন্ধকার জগতের সঙ্গে নাম জড়িয়েছেন আইপিএলের ফ্রাঞ্চাইজির কর্তারাও।

ক্রিকেটকে কলুষিত করতে এই নিষিদ্ধ কাজ অব্যাহত রয়েছে বলে জানান আইপিএলের প্রাক্তন প্রেসিডেন্ট লোলিত মোদি। এবার আইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে বোমা ফাটালেন তিনি। জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের চার ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত।

নিজের টুইটার পেজে তিনি লিখেছেন, ‘আইপিএলের ষষ্ঠ আসরে স্পট-ফিক্সিং কা-ের তদন্তের পর অভিযুক্ত ক্রিকেটারদের নামের তালিকা বিশ্বকাপের আগেই সুপ্রিম কোর্টে জমা দেয় মুদগাল কমিটি। কিন্তু বিশ্বকাপে যাতে প্রভাব না পড়ে, সে জন্য বোর্ডের অনুরোধে ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি সর্বোচ্চ আদালত। তার মধ্যে চেন্নাই সুপার কিংসের চার ক্রিকেটারের নাম রয়েছে!’

তিনি আরো লিখেছেন, ‘ ৯ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি রুপির বিনিময়ে ম্যাচ ফিক্সিং হয়ে থাকে। ফিক্সিংয়ে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, এর সঙ্গে বিদেশী ক্রিকেটাররাও জড়িত।’



মন্তব্য চালু নেই