আইপিএলে নিজের পারফরম্যান্সে হতাশ সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজের হায়দারাবাদের বিপক্ষে কোয়ালিফায়ারে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বিদায়ের পরেই দেশে চলে আসেন বিশ্বের সেরা অলরাউন্ডার।

শুক্রবার বিকেলে আইপিএল খেলে দেশে ফিরেছেন সাকিব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুস্তাফিজের হায়দারাবাদকে হারিয়েই শেষ দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল কেকেআর। কলকাতার প্রথম লক্ষ্য ছিল কোয়ালিফায়ার খেলা; সেটি পূরণ করলেও নিজের ব্যক্তিগত পারফর্ম নিয়ে সন্তুষ্ট নন সাকিব।

দলের পারফরম্যান্স সম্পর্কে সাকিব বলেন, ‘দলের জন্য ভালো। আমার ব্যক্তিগত দিক থেকে আরও অনেক ভালো করার সুযোগ ছিলো। সব সময় মানুষ যেমন চায় তেমনটা হবে না। সবকিছু মিলিয়ে আমাদের প্রথম লক্ষ্য ছিলো কোয়ালিফাই করা সেরা চারে। সেটা আমরা করতে পেরেছি। দূর্ভাগ্যবশত আমরা ফাইনাল খেলতে পারিনি।’

আইপিএলে ১০ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১১৪ রান এবং বল হাতে নিয়েছেন মাত্র ৫ উইকেট। সাকিবের তুলনায় তার পারফরম্যান্সএকদমই সন্তোষজনক ছিল না। ‘আসলে যে যত ভালোই করুক না কেন সেখানে সন্তুষ্টি আসে না। আসলে ওইরকম ভালো কোন পারফরম্যান্স করিনি, সন্তুষ্ট থাকার মতো।’

শেষ ম্যাচে সাকিবের অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে কলকাতা। তাকে দলে না নেয়ায় অধিনায়ক গম্ভীরেরও অনেক সমালোচনা চলছে কেকেআর পাড়ায়। কিন্তু সবকিছু ছাপিয়ে দলের সিদ্ধান্তকেই বড় করে দেখছেন সাকিব, ‘আসলে টিম যেটা ভালো মনে করে ওই সিদ্ধান্ত নিয়ে থাকে। দলের স্বার্থে যে কম্বিনেশনই মনে করে ভালো সেটাই করে। এখানে কিছু মনে করার কোন অবকাশ নেই। আমি সুযোগ পেলে আমার সব সময়ই চেষ্টা থাকে ভালো করার। সেদিন সুযোগ পেলেও তাই করতাম।’



মন্তব্য চালু নেই