আইপিএলে অভিষেক মুস্তাফিজের

কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য ক্রিকেটার হওয়া সত্ত্বেও টিম কম্বিনেশনের জন্য সাকিব আল হাসানকে একাদশে ঠাঁই দেয়া হয়নি। সানারাইজার্স হায়দারাবাদ কী দেবে মুস্তাফিজুর রহমানকে? নাকি টিম কম্বিনেশনের কথা বলে তাকেও বসিয়ে রাখা হবে সাইড লাইনে? এমনই শঙ্কার দোলাচলে দুলতে শুরু করেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

শেষ পর্যন্ত সব শঙ্কা কেটে গেছে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দারাবাদের একাদশে ঠাঁই দেয়া হয়েছে মুস্তাফিজকে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএলে অভিষেক হচ্ছে বাংলাদেশের তরুণ পেস সেনসেশনের।

বিদেশি চার ক্রিকেটারের কোটায় সুযোগ পেলেন মুস্তাফিজ। বাকি তিনজন হলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ইয়ন মরগ্যান এবং মইসেস হেনরিক্স। নিউজিল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান কেন উইলিয়ামসকে দলে নেয়ার সম্ভাবনা থাকলেও তাকে বাদ দিয়ে নেয়া হয়েছে ফর্মহীন ইয়ন মরাগ্যানকে।এছাড়া ট্রেন্ট বোল্ট নাকি মুস্তাফিজ- এই হিসেবে মুস্তাফিজই সুযোগ পেয়ে গেলেন।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, সরফরাজ খান, কেদার যাদব, স্টুয়ার্ট বিনি, পারভেজ রসুল, হার্সাল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইউযবেন্দ্র সাহাল।

সানরাইজার্স হায়দারাবাদ
ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিক্স, আশিষ রেড্ডি, নোমান ওঝা, দীপক হুদা, ইয়ন মরগ্যান, করণ শর্মা, আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান।



মন্তব্য চালু নেই