আইপিএলের সর্বকালের সেরা একাদশে সাকিব

আইপিএল এমনই একটি আসর, যেখানে প্রতিবছরই নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে। একেক মৌসুমে একেকজন খেলোয়াড় নিজেকে মেলে ধরছেন।

শত শত খেলোয়াড়ের মধ্যে সেরা একাদশ নির্বাচন করতে বললে কাজটা কঠিনই হবে। আর সেই কাজটি করেছে ক্রিকেট কভারেজ নামের একটি অনলাইন। তারা নির্বাচন করেছে আইপিএলের সর্বকালের সেরা একাদশ। আর সেই একাদশে স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১১ সাল থেকে খেলছেন। কলকাতার হয়ে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। দু-দুবার শিরোপা জিতেছে কলকাতা। অসাধারণ ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারণে কলকাতার অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

এ পর্যন্ত আইপিএলে ৩০ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৪৭ রান করেছেন। আর বল হাতে নিয়েছেন ৩৬ উইকেট। চলতি মৌসুমে শুরুর দুটি ম্যাচ খেলে দেশে ফিরে এসেছেন। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলছেন।

আইপিএলের সর্বকালের সেরা একাদশ :
১ . ক্রিস গেইল
২. রোহিত শর্মা
৩. ব্রেন্ডান ম্যাককালাম
৪. এবি ডি ভিলিয়ার্স
৫. সুরেশ রায়না
৬. এমএস ধোনি
৭. হরভজন সিং
৮. সাকিব আল হাসান
৯. সুনীল নারিন
১০. ডেল স্টেইন ও
১১. লাসিথ মালিঙ্গা



মন্তব্য চালু নেই