আইন ভেঙ্গে আইনের মুখোমুখি হতে গেছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন ভেঙ্গে আইনের মুখোমুখি হতে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘জামায়াত শিবিরের রজানীতি নিষিদ্ধ করে, যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলানো’ শীর্ষক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আদালতের মুখোমুখি হওয়ার জন্য যে কিনা রাস্তার উল্টো পথ দিয়ে যায়। তার হাতে দেশ থাকলে দেশের কি অবস্থা হবে বুঝুন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি বাংলাদেশে ইবলিশের দায়িত্ব পালন করছেন। তার হাত থেকে দেশেকে রক্ষা করতে হবে।

২০ দলীয় জোটের অনেক নেতা আফগানিস্তানে জঙ্গি ট্রেনিং নিয়েছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া সেই সব জঙ্গিদারা পরিবেষ্টিত হয়ে বলেন, জঙ্গি আওয়ামী লীগের সৃষ্টি।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের যারা বিরোধীতা করেছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, তাদের রাজনীতি বন্ধ করার দাবি করছে জনগণ। তাদের রাজনীতি করার কোন অধিকার নাই।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধরণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাধারণ সম্পাদক এম এ করিম প্রমুখ।



মন্তব্য চালু নেই