‘আইনশৃঙ্খলা বাহিনী ব্যক্তি স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, ‘দুর্নীতি আর সন্ত্রাসে সারাদেশ ছেয়ে গেছে। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত হত্যা, গুম-খুন বেড়েই চলছে। এ সব রোধে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে।’

রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে মজলিস মিলনায়তনে রবিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে হাবীবুর রহমান এ সব কথা বলেন।

হাবীবুর রহমান বলেন, ‘আইনের নামে অনেকের ওপর অত্যাচার করা হচ্ছে। নাস্তিক মুরতাদরা মুক্তচিন্তা ও মতপ্রকাশের নামে ইসলামের বিরুদ্ধে যা মনে চাচ্ছে তাই লিখে বা বলে যাচ্ছে। এক্ষেত্রে কিছু মিডিয়াও তাদের সহযোগিতা ও উৎসাহিত করে লেখা ছাপিয়ে যাচ্ছে। মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তে বিভোর তারা।’

খেলাফত মজলিস আমীর বলেন, ‘মুক্তচিন্তা ও মতপ্রকাশের নামে ইসলামের তাহজিব, তামাদ্দুন ও শরীয়ত বিরোধী নাস্তিক মুরতাদদের লেখা প্রকাশ বন্ধ করুন। অন্যথায় নাস্তিকদের দালাল মিডিয়ার বিরুদ্ধে দেশের ঈমানদার তাওহীদি জনতা মাঠে নামবে।’

তিনি বলেন, ‘কোনো নেতা বা নেত্রীর বিরুদ্ধে অশুভনীয় মন্তব্য করলে তাকে নানা শাস্তি ভোগ করতে হয়। অথচ যিনি আমাদের সৃষ্টি করেছেন, যার কারণে আমরা সম্মানিত হয়েছি। আল্লাহ ও রাসূল (সা.) এর বিরুদ্ধে কটূক্তি করলে তার ব্যাপারে কঠোর প্রদক্ষেপ না নিয়ে মানুষকে দেখানোর জন্য গ্রেফতার করে তাকে জামাই আদরে রাখা হয়। সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই— আল্লাহ, রাসূল সা. ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তির বিধান জাতীয় সংসদে পাশ করুন। অন্যথায় জনগণ সরকারকে নাস্তিকদের পক্ষে ভেবে নিলে জনতার রোষানাল থেকে বাঁচা যাবে না।’

হাবীবুর রহমান বলেন, ২০১৫ সালের হজযাত্রীদের নিয়ে তৈরি সংকট সমাধান ও ওমরার ভিসা চালুর বিষয়ে দ্রুত প্রদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে সব মতপার্থক্য ভুলে সবাইকে খেলাফত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান প্রমুখ।



মন্তব্য চালু নেই