আইনশৃঙ্খলা বাহিনীর দিকেই অভিযোগ সালাহ উদ্দিন পত্নীর
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করলেও তাদের দিকেই আঙুল তুলেছেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তারা অস্বীকার করলেও কোনো মানুষ তা বিশ্বাস করে না। আমার স্বামীকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন জানিয়েছি। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিলে তারা আমার স্বামীকে ফিরিয়ে দেবে।’
সালাহ উদ্দিন আহমেদের খোঁজ না মেলায় তার পরিবার আতঙ্কে আছে বলে জানান হাসিনা আহমেদ।
‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন বা তার বিরুদ্ধে কোনো মামলা থাকে, তাহলে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার করুন। এভাবে তাকে নিখোঁজ করে রাখায় অজানা আতঙ্কে আছি।’
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান এবং নির্বিচারে গ্রেফতার, গুম, খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
হাসিনা আহমেদ বলেন, ‘আমার চার ছেলেমেয়ে নিয়ে আমি এখন কী করব জানি না। আমার ছেলেমেয়েদের কোনো জবাব দিতে পারি না। তারা বারবার তাদের বাবার খবর জিজ্ঞেস করে, আমি কিছু বলতে পারি না।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
আরো উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ইউট্যাব সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জাফির তুহিন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
মন্তব্য চালু নেই