আইনশৃঙ্খলা অবনতির সম্ভাবনা নেই : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আর কোনো সম্ভাবনা নেই।
মঙ্গলবার রাতে ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার। ভোটের ফলাফল ঘোষণার স্থান পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে সহিংসতা হয়েছে। তবে তা অন্যন্ত গণন্য। আমরা যেখানে অভিযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নিয়েছি।
মন্তব্য চালু নেই