আইনজীবীর চরিত্রে লারা দত্ত!

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আজহার।’ ছবিটিতে আজহার উদ্দিনের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। আর এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।

মঙ্গলবার ‘আজহার’ চলচ্চিত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে আইনজীবীর পোশাক পরিহিত লারা দত্তের ছবি প্রকাশ করে।ক্যাটরিনা কাইফ-আদিত্য রায় কাপুর অভিনীত ‘ফিতুর’ চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে সর্বশেষ অভিনয় করেন লারা দত্ত।

আজহার চলচ্চিত্রটি পরিচালনা করছেন টনি ডি সুজা। ছবিটিতে আরও অভিনয় করছেন প্রাচী দেশাই এবং নার্গিস ফখরি। ১৩ মে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই