আইটেম গানে কারিনাকে দেখে যা বললেন সানি লিওন
অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘ব্রাদার্স’ সিনেমায় আইটেম গানে হাজির হচ্ছেন কারিনা কাপুর। গানটি মুক্তির আগেই ‘মেরা নাম মেরি’ গান থেকে কারিনার একটি ছবি ভক্তদের জন্য প্রকাশ করা হয়। আর ছবিটি দেখেই মুগ্ধ হয়ে গেছেন আরেক আলোচিত অভিনেত্রী সানি লিওন।
‘ব্রাদার্স’ সিনেমার আইটেম গান ‘মেরা নাম মেরি’ গানটি আজ মুক্তি পাবার কথা। তবে এর আগেই কারিনার ছবিটি দেখে সানি লিওন করণ জোহরকে টুইটারে জানান, কারিনাকে এই ছবিটিতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। করণও সানিকে ধন্যবাদ জানিয়ে তাকে বলেন, তিনি এ কথাটি কারিনাকে জানিয়ে দেবেন।
সানি লিওন নিজেও ‘বেবি ডল’ ও ‘পিঙ্ক লিপস’ এর মত হিট গান উপহার দিয়েছেন। তাই কারিনাকে নিয়ে তার এই প্রশংসাসূচক কথা মোটেও ফেলনা নয়।
করণ মালহোত্রা নির্মিত ‘ব্রাদার্স’ সিনেমাটি ইতোমধ্যেই বেশ আলোচনায় রয়েছে। সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে।
মন্তব্য চালু নেই