অ্যালার্জিকে বিদায় দিন ছোট্ট উপায়ে
শীত, গ্রীষ্ম বা বর্ষায় অ্যালার্জির সমস্যা পোহাতে হয় বিভিন্ন কারণে। শরীরে চুলকানি, ব্রণ, ফোড়া, সর্দির সমস্যা, হাঁপানিসহ নানা ধরনের রোগবালাই ডেকে আনে এই অ্যালার্জি। যারা এর ভুক্তভুগী কেবল তারা এলার্জির ভয়ংকর উপদ্রব সম্পর্কে জানে। তবে বর্তমানে এর সংখ্যাও অনেক বেশি। সেই অ্যালার্জি উপশমে কত প্রচেষ্টায় না ব্যর্থ হয়েছেন। কিন্তু এবার একটি ছোট্ট উপায়ে অ্যালার্জিকে জানান চির বিদায়।
– এক কেজি নিম পাতা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকানোর সময় কালো কাপড় দিয়ে ঢেকে দিন যাতে তাপ লাগে বেশি আবার ধুলা না পড়ে।
– শুকনো নিম পাতা পাটায় পিষে মিহি গুঁড়ো করে ভালো একটি কৌটায় ভরে রাখুন।
– এবার ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া, এক চা চামচ ভুষি, সামান্য মিছরি একগ্লাস পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।
– প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে নিন একগ্লাস নিমপাতা আর ইসুবগুলের ভুষির শরবত। এভাবে একটানা ২১ দিন খেতে হবে।
– কার্যকারীতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। তবে অ্যালার্জি বিদায় হবে চিরদিনের জন্য।
মন্তব্য চালু নেই