অ্যারো ফেস্ট এ রানার আপ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি
‘আইইউবি অ্যারো ফেস্ট ২০১৫’ এ রানার-অাপ হওয়ার গৌরব অর্জন করেছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আর সি ডায়নামিকস দলের সদস্যরা। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রদর্শনী শেষে দুটি বিভাগে পুরস্কার দেন আইইউবির ভিসি প্রফেসর এম ওমর রহমান। রোটারি উইং বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশের ফ্লাইং বার্ড দল। রানার্স আপ পুরস্কার লাভ করে একই প্রতিষ্ঠানের ব্লু হক ৬ দল এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর সি ডায়নামিকস দল। ফিক্সড উইং বিভাগে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করে আইইউবির এ আই স্কোয়াড এবং রানার্স আপ পুরস্কার লাভ করে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন টেকনোলজির ফ্লায়িং হর্স দল এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল ড্রোন দল। তরুণ দল হিসেবে বিশেষ পুরস্কার লাভ করে উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীরা।
আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের ২২টি দল অংশ নেয়। আইইউবি ছাড়াও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি, চট্টগ্রাম; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ, ইউনাইটেড কলেজ অব এভিয়েশন টেকনোলজি এবং উত্তরা হাইস্কুল।
মন্তব্য চালু নেই