“অ্যাভাটার বেবি” চমকে দিলো বিশ্বকে
জেমস ক্যামেরনের জনপ্রিয় সিনেমা অ্যাভাটারে আদলে তৈরি করা হয়েছে অ্যাভাটার বেবিস।
ইনস্টাগ্রামের জনপ্রিয় পেইজ “Artshub”-এ অ্যাভাটার বেবি’র ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে এর কথা এখন সবার মুখে মুখে। ২.৪ মিলিয়ন বারেও বেশি দেখা হয়েছে অ্যাভাটার বেবির ভিডিও! তবে এটি সত্যিকারের শিশু নয়, অ্যাভাটারের আদলে তৈরি করা পুতুলমাত্র।
স্প্যানিশ কোম্পানি বেবিক্লোন অ্যাভাটার আদলে পুতুল তৈরি করেছেন। তারা বাস্তববাদী পুতুল তৈরিতে বিশ্বখ্যাত। সিলিকন দিয়ে তৈরি এই পুতুলগুলো আপনাকে অবাক করে দেবে। জীবন্ত, নমনীয় শরীরের শিশুর মতই এদের গাল টেপা যায়, হাত-পা নাড়ানো যায়। আপনি চাইলে ঘরে এনে রাখতে পারেন অ্যাভাটার বেবি, তবে এরজন্য আপনাকে গুনতে হবে ২,০০০ ইউএস ডলার।
মন্তব্য চালু নেই