অ্যাপ্ল এবার বাজারে নিয়ে আসছে সস্তার আইফোন
যারা আইফোন কিনতে চান তাঁদের জন্য সুখবর নিয়ে আসছে অ্যাপল কারণ মনে করা হচ্ছে, তাদের সস্তার আইফোনটি ২১ তারিখেই লঞ্চ করতে চলেছে অ্যাপ্ল। শোনা যাচ্ছে, ফোনটির নাম দেওয়া হয়েছে আইফোন এস ই। স্ক্রিন হতে পারে ৪ ইঞ্চির। গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে সংবাদমাধ্যমের কাছে অ্যাপ্ল-এর তরফে একটি ইমেল আসে।
তাতে আমন্ত্রণ জানিয়ে বলা হয়, আগামী ২১ তারিখ একটি প্রডাক্টের লঞ্চ অনুষ্ঠানের সকলকে আসতে অনুরোধ করা হচ্ছে। জানা গিয়েছে, সস্তার ফোনটি দেখতে অনেকটা আইফোন সিক্স এস-এর মতো। কিন্তু ফ্রেম তুলনায় ছোট। থাকছে এ নাইন চিপ সেট।
অ্যাপ্ল পে এবং লাইভ ফোটো-র মতো ফিচার থাকলেও, থ্রি-ডি টাচ থাকছে না। গোল্ডেন, সিলভার এবং স্পেস গ্রে রঙে ফোনটি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ১৬ জিবি থেকে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়্যান্ট থাকতে পারে। দাম হতে পারে সাড়ে সাতাশ থেকে ৩২ হাজার টাকার মধ্যে।
মন্তব্য চালু নেই