অ্যাডাল্ট সিনেমার অফার পেলেন আরশি
পুনম পান্ডের ক্ষেত্রে যেমন হয়েছিল, আরশি খানের ক্ষেত্রেও তাই হলো। আইপিএলে কেকেআর-এর জয়ের শর্তে নগ্ন হওয়ার কথা বলে বলিউডে ব্রেক থ্রু পেয়েছিলেন পুনম পান্ডে। আর এবার ইডেনে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নগ্নতায় বাজি ধরা আরশি খানের কাছে বলিউডে পা রাখার সুযোগ এলো।
আরশির দাবি, তার কাছে দুটি বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে। দুটিই প্রাপ্তবয়স্কদের জন্য ছবি। তবে কারা তাকে এই প্রস্তাব দিয়েছেন কিংবা তিনি রাজি হলেন কি না সেসব কিছু জানাতে রাজি হননি আরশি।
দীর্ঘদিন ধরেই মডেলিংয়ের সঙ্গে জড়িত আরশি। তিনি আফ্রিদির শয্যাসঙ্গিনী গার্লফ্রেন্ড দাবি করে খবরে এসেছিলেন। তারপর দিন যত গড়িয়েছে নিজের বিস্ফোরক দাবিতে তত মশলা দিয়েছেন আরশি। শেষ অবধি ইডেনে টি২০ বিশ্বকাপে ভারত জিতলে খোলা পিঠে ছবি আপলোড করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবেও করে দেখিয়েছেন। আরশির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মন্তব্য চালু নেই