অ্যাগুয়েরোই ম্যানসিটির মেসি-রোনালদো!
ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরোর প্রশংসায় পঞ্চমুখ জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন। অ্যাগুয়েরোকে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির সঙ্গে তুলনা করলেন ইতালির বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তার মতে, অ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটির মেসি বা রোনালদো।
এর আগে তার কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও অ্যাগুয়েরোর প্রশংসা করেছিলেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলবোদ্ধারা প্রায়ই ম্যান সিটির স্ট্রাইকারের প্রশংসায় মাতেন। এবার জুভেন্টাসের গোলরক্ষক সেই দলে নাম লেখালেন।
এ বিষয়ে বুফন বলেন, ‘যখন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা হয় তখন ফুটবলারদের ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে সবকিছু। লিওনেল মেসির জন্য বার্সেলোনা ভালো পারফরম্যান্স করে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ভালো পারফরম্যান্স করে রিয়াল মাদ্রিদ। তাই আমার মতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাগুয়েরো ম্যান সিটির মেসি বা রোনালদো হয়ে উঠতে পারেন।’
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের কাছে ১-০ গোলে হার মানে ম্যানচেস্টার সিটি। তবে তার আগেই শেষ ষোলর টিকিট নিশ্চিত করে রাখে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
সূত্র : গোল.কম, ডেইলি মেইল
মন্তব্য চালু নেই