অাওয়ামী লীগ ক্ষমতা হারানোর অাতঙ্কে ভুগছে : ডা. ইরান
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশ পরিচালনায় ব্যার্থ হয়ে অাওয়ামী লীগ জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিগত ৫ জানুয়ারী ভোটারবিহীন সিলেকশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে গলাটিপে হত্যা করেছে। কেননা অাওয়ামী লীগ কখনো সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না। তাদের দুর্নীতি লুটপাট ও সেচ্ছাচারীতার কারনে তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তাই তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে লুটপাটতন্ত্র থেকে জনগনকে রক্ষা করতে হবে। স্বাধীনতা পরবর্তী কম্বল চোর চক্র অাজ ডিজিটাল ডাকাতে পরিনত হয়েছে।
অাগামী নির্বাচন শেখ হাসিনার অধিনে নয়, সহায়ক সরকাররের অধিনে হবে। কিছু অর্বাচিন জনগনকে বিভ্রান্ত করতে শেখ হাসিনার অধিনে নির্বাচনের কথা বলছে। তাই জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধে বিশ্বাসী শক্তিকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম জোরদার করতে হবে।
তিনি অাজ (বুধবার) সন্ধায় বাংলাদেশ লেবার পার্টির গাজিপুর মহানগর শাখার মতবিনিময় সভায় একথা বলেন।
নগর সভাপতি অাহসান হাবিব ইমরোজের সভাপতিত্বে সভায় বক্তাব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অাবদুল্লাহ অাল মামুন, মহানগর সাধারন সম্পাদক জাহাংগীর হোসেন, নগরনেতা এরশাদ হোসেন, মো হুমায়ুন কবির, অানোয়ার হোসেন ও ছাত্র মিশন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোঃ মিলন প্রমুখ।
মন্তব্য চালু নেই