‘অহংকারে’ বুবলীর মুখোমুখি তমা মির্জা !
হালের আলোচিত নায়িকা শবনম বুবলী। অল্প সময়ে ঢালিউডে শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি। সুপারস্টার শাকিবের বিপরীতে একের পর সিনেমায় দেখা যাচ্ছে তাকে।
এবার শাকিবের বিপরীতে শুধু বুবলী থাকছেন না, দেখা যাবে তমা মির্জাকেও।
তমা মির্জা জানিয়েছেন, সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন সুপারস্টার শাকিব খানের ‘অহংকার’ সিনেমায়। ছবিতে শাকিব ও তমার পাশাপাশি আরো আছেন ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। তবে, সিনেমাতে তার ও বুবলীর চরিত্রের গুরুত্ব নাকি সমানে সমান।
উল্লেখ্য, এর আগে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবিতে দেখা গিয়েছিল বুবলীকে। গত বছর মুক্তি পাওয়া ছবি দুটিতে বুবলীর নায়ক ছিলেন শাকিব খান।
মন্তব্য চালু নেই