অস্ত্রধারী ডাকাতের কবলে ভেনেজুয়েলার ফুটবল দল
অস্ত্রধারী একদল ডাকাতের কবলে পড়েছে ভেনেজুয়েলার প্রথম বিভাগের একটি ফুটবল ক্লাবের টিম বাস। গত সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
ভেনেজুয়ালার উত্তর-পূর্ব প্রদেশের অ্যাঞ্জোয়াটিগুই অঙ্গরাজ্যে হঠাৎই টিম বাসে আক্রমন করে একদল ডাকাত। তখন খেলোয়াড়রা অ্যাওয়ে ম্যাচ খেলে ফিরছিলেন। ডাকাতরা খেলোয়াড়দের ফোন, মাইব্যাগ, জার্সি, জুতা, ফুটবল এমনকি গায়ে পরা পোশাকও খুলে নিয়ে যায়।
ক্লাবের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, ‘ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী রাত দুটো বেজে ৩৫ মিনিটে অস্ত্রের মুখে টিম বাস অপহরণ করে নিয়ে যায়। তারা খেলোয়াড় ও কর্মকর্তাদের সবকিছু দিয়ে দিতে বলে। এটা নিয়ে কোনো ঝামেলা করলে গ্রেনেড মেরে সবাইকে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দেয়। যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়।’
গেল বছর থেকে ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থার অস্বাভাবিক অবনতির ফলে দেশটিতে অপরাধ প্রবনতা আতঙ্কজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় দেশটির উচ্চ পর্যায়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পরের দিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তাদের খালি গায়ের ছবি প্রকাশ করা হয়।
মন্তব্য চালু নেই