অস্ট্রেলিয়ায় বুলবুল-পুত্রের কীর্তি!
টেস্ট অভিষেকেই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহদী ইসলামও যে বড় ক্রিকেটার হওয়ার পথে আছেন, সেটা কম বেশি সবারই জানা। ক’দিন আগেই অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া রাজ্যের অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।
এবার তিনি আরেক কীর্তি গড়লেন ড্যান্ডেনং ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে। সেখানে মাহদীর ব্যাটিং পারফরম্যান্সেই শিরোপা জেতে বারউইক ক্রিকেট ক্লাব।
গোটা টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মাহদী। ৫৩ গড়ে তাঁর ব্যাট থেকে আসে ২৬৫ রান। এর মধ্যে ক্র্যানবওর্নের বিরুদ্ধে ৭৮, লিনব্রুকের বিরুদ্ধে ৭৫ ও ন্যারে নর্থের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলেন মাহদী।
ফাইনালে মাহদীর দল সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ক্র্যানবওর্নকে। দলটি মাত্র ৪৪.২ ওভারে ১৩৭ রানে অল আউট হওয়ার পর মাত্র তিন উইকেট হারিয়ে ২৯.২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বারউইক। ১৮ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের ছেলে মাহদী।
মন্তব্য চালু নেই