অস্ট্রেলিয়ায় পাওয়া গেল ডাইনোসরের পায়ের ছাপ

অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয়— ইউনিভারসিটি অফ কুইনসল্যান্ড ও জেমস কুক ইউনিভারসিটির এক দল বৈজ্ঞানিক, সম্প্রতি বেশ কিছু ‘ডাইনোসর ট্র্যাক’ আবিষ্কার করেছেন দেশের পশ্চিমাঞ্চলের কিম্বারলে-তে।
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, জীবাশ্ম-বৈজ্ঞানিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ‘অস্ট্রেলিয়া’জ জুরাসিক পার্ক’। নামকরণ হয়েছে এই সোমবার।

বৈজ্ঞানিকদের দলনেতা স্টিভ স্যালিসবেরি প্রায় ৪০০ ঘণ্টার কঠোর পরিশ্রমে ডাইনোসর ট্র্যাক-গুলির তথ্য সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। কিম্বারলের এই অঞ্চলের পাথরের উপরে ২১ ধরনের পায়ের ছাপ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্যালিসবেরি। এবং ছাপগুলি ১২৭ থেকে ১৪০ মিলিয়ন বছর আগের বলে মনে করছেন বৈজ্ঞানিকরা।

ডাইনোসরের জীবাশ্মের বেশিরভাগ পাওয়া গেছে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে। হাজার হাজার সেই ট্র্যাক ভাগ করা হয় ২১টি প্রধান গ্রুপে। এ যাবৎ, কেবলমাত্র স্টেগোসরাসের ট্র্যাকটিই কনফার্ম করতে পেরেছেন বৈজ্ঞানিক স্যালিসবেরি।



মন্তব্য চালু নেই