অস্ট্রেলিয়ার ভয়ংকর যে রুপ আপনি আগে দেখেননি (ছবি সহ)
জীববৈচিত্রে অনন্য অস্ট্রেলিয়া। দেশটিতে রয়েছে অনিন্দ্য সুন্দর কিন্তু বিপদজনক কিছু প্রাণী। অরণ্য ছেড়ে মাঝে মাঝে লোকালয়ে উঠে আসে সেসব ভয়ংকর প্রাণী। শুধু প্রাণিই নয়, অস্ট্রেলিয়ার আবহাওয়াও মাঝে মাঝে হতে পারে ভয়ংকর। তাই সুন্দর অস্ট্রেলিয়া হয়ে উঠতে পারে অনেক ক্ষেত্রেই বিপদজনক।
ছবিতে দেখুন অস্ট্রেলিয়ার ভয়ংকর কিছু প্রাণী
১. অস্ট্রেলিয়ার প্রায় ১০ হাজার প্রজাতির মাকরশা রয়েছে এবং এদের বেশিরভাগই বিষাক্ত
২. দেশটির পুরুষ প্লাটিপাস এতটাই বিষাক্ত যে এতে করে একটি কুকুর মারা যেতে পারে, মানুষ হতে পারে অসুস্থ
৩. অস্ট্রেলিয়ার আকাশে একটুখানি মেঘ!
৪. এবার দেখুন বজ্রপাতের একটি দৃশ্য
৫. জেলীফিশ দেখতে যতটা সুন্দর, আসলে এটি তার চেয়েও বেশি বিষাক্ত
৬. বিশ্বাস করুন আর নাই করুন এই গাছটি বিস্ফোরিত হতে পারে।
৭. লোকালয়ের রাস্তায় বাদুর ও সাপের এই দৃশ্য দেখে যে কেউই আতকে উঠতে পারে
৮. সুপার স্টোরেও চলে আসে অজগর
৯. নিশ্চিতভাবে কোনোস্থানই নিরাপদ নেই, কোথাও নেই শান্তি
১০. এতগুলো পোকা প্রায়ই একসঙ্গে দেখা যায় দেশটিতে
১১. মাঝে মাঝে শূন্য ডিগ্রি থেকে ১২২ ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রাও থাকে দেশটিতে
১২. এতবড় পোকা প্রায়ই চোখে পড়ে দেশটিতে
১৩. এবার দেখুন পাথুরে মাছ
১৪. বৃষ্টি হলে রাস্তায় চলে আসতে পারে কুমিরও
মন্তব্য চালু নেই