অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ নেই

২০১১ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুটি টেস্ট খেলার কথা থাকলেও ব্যস্ত সময়সূচির কারণে তা সম্ভব হয়নি।পূর্ণাঙ্গ সফর শেষ করতে অক্টোবরে ঢাকা আসছে অস্ট্রেলিয়ানরা।

এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দুটি টেস্টের একটি হবে মিরপুরে। আরেকটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অথবা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেবে বিসিবি, গত কিছুদিন ধরে ক্রিকেটাঙ্গনে এমন গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে আলোচনা হয়েছে।

তবে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নামজুল হাসান পাপন নিশ্চিত করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ খেলবে না বাংলাদেশ।

বিসিবির সভাপতি বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে দুটি টেস্ট ম্যাচ খেলবে। কোনো ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে না। এটা আগে থেকেই নির্ধারণ করা।’

এদিকে গত ১৪ জুলাই অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল বাংলাদেশে এসে শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন। মিরপুর স্টেডিয়াম, একাডেমি গ্রাউন্ড, জিমনেশিয়াম ঘুরে দেখেন তারা। আবাসন, নিরাপত্তা, ভেন্যু ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শকরা।



মন্তব্য চালু নেই