অস্ট্রেলিয়ার জন্যে যুদ্ধ অপেক্ষা করছে

স্টুয়ার্ট ল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন কোচ অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৩৬৭ ম্যাচ। সেই স্টুয়ার্ট ল বলছেন, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট-যুদ্ধের জন্য অপেক্ষা করছে বাংলাদেশে।

বৃহস্পতিবার স্টুয়ার্ট ল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্টুয়ার্ট ল বলেন,‘সিরিজে কাউকে ফেভারিট বলা যাবে না। যেকোনো এক দলকে বেছে নেওয়া হবে পাগলামি। সম্প্রতি বাংলাদেশ যেভাবে খেলছে তার ছিটেফোঁটা খেললেও অস্ট্রেলিয়ার জন্যে যুদ্ধ অপেক্ষা করছে।’

বাংলাদেশের প্রাক্তন কোচ আরো বলেন,‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল নতুন করে তৈরি হচ্ছে। বর্তমানে নতুন একটি দল তাদের। অভিজ্ঞ ক্রিকেটারদের তারা হারিয়েছে। তাদের অভাব পূরণের জন্যে যেমন সময়ের প্রয়োজন, ঠিক তেমনই অভিজ্ঞতাও প্রয়োজন। তবে যারা বাংলাদেশে আসছে, তারা দলের জন্য ক্রিকেট খেলতে চায়।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সচেতন করে ল বলেন,‘এখানে প্রচুর গরম পড়বে। বল টার্ন করবে। তাদের জন্য অনেক বাধা আছে, যা অতিক্রম করতে হবে।’

স্টুয়ার্ট ল বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করছেন। খুলনায় ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে যুবারা।



মন্তব্য চালু নেই