অস্ট্রেলিয়ার কাছে ২৭৭ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

হারটা অবধারিতই ছিল। তবে এতটা হতাশাজনক পরাজয় বরণ করতে হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে, তা ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি ক্যারিবিয়ানরা। ৩৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৪ রানে অলআউট হতে হলো দিনেশ রামদিন অ্যান্ড কোংকে। ফলে ২৭৭ রানের বিশাল ব্যবধানে হার মানতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ। হাতে বাকি ছিল আরও দেড় দিন।

তৃতীয় দিন বিকালেই হার নিশ্চিত হয়ে গিয়েছিল ক্যারিবীয়দের। ৩৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে যখন তারা ১৬ রানেই হারিয়েছিল ২ উইকেট। চতুর্থ দিন লাঞ্চের একটু পর পর্যন্ত খেলতে পেরেছিল ক্যারিবীয়রা। আগের দিনের ৮ ওভারের সঙ্গে রোববার খেলতে পেরেছে আর মাত্র ৩৪ ওভার।

তিন অসি পেসার মিচেল স্টার্ক, মিচেল জনসন এবং জস হ্যাজলউডের সঙ্গে উইকেট শিকারে মেতেছিলেন স্পিনার নাথান লায়নও। স্টার্ক নেন ৩ উইকেট। বাকিরা নেন ২টি করে উইকেট। ১ টি উইকেট নেন আবার শেন ওয়াটসনও।

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন দিনেশ রামদিন। ২৩ রানে অপরাজিত থাকেন ভিরাসামি পারমল। ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিও অস্ট্রেলিয়া জিতেছিল ৯ উইকেটের ব্যবধানে। ফলে সিরিজ অস্ট্রেলিয়ার পক্ষে ২-০ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৯৯ ও ২১২/২ ডিক্লে.।
ওয়েস্ট ইন্ডিজ: ২২০ ও ১১৪/১০, ৪২ ওভার (রামদিন ২৯, পারমল ২৩*, হোপ ১৬, ব্রাভো ১১; স্টার্ক ৩/৩৪, হ্যাজলউড ২/১৮, লায়ন ২/১২, জনসন ২/২৩, ওয়াটসন ১/৩)। ফল: অস্ট্রেলিয়া ২৭৭ রানে জয়ী। ম্যাচ সেরা: স্টিভেন স্মিথ।



মন্তব্য চালু নেই