অস্ট্রেলিয়ান দলে যোগ দিলেন নতুন তিন ভয়ঙ্কর ক্রিকেটার
আগের দিন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ওঠে নতুন অধিনায়ক অ্যারন ফিঞ্চের আগে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে যোগ দিয়েছেন নতুন মুখ মাইকেল ক্লিঞ্জার, ঝাই রিচার্ডসন ও অ্যাশটন টার্নার।
আর অস্ট্রেলিয়া দলে ৬ বছর পর ডাক পেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পাইন। অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে খেলতে দেখা গিয়েছিল তাকে।
তবে অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি এবারের বিগ ব্যাশ লীগের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান বেন ডাঙ্ক। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসরে ৫২.০০ গড়ে ডাঙ্কের সংগ্রহ ৩৬৪ রান। দলে জায়গা হয়নি বিগ ব্যাশে সর্বাধিক উইকেটের কৃতিত্ব দেখানো পেসার সন অ্যাবটেরও।
আসরে ১৬.১৫ গড়ে অ্যাবটের শিকার ২০ উইকেট। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ই ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিানয়ক), মাইকেল ক্লিঞ্জার, ট্রাভিস হেড, ক্রিস লিন, মোজেজ হেনরিক, অ্যাশটন টার্নার, টিম পাইন (উইকেটরক্ষক), জেমস ফকনার, প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পা, অ্যান্ড্রু টাই, ঝাই রিচার্ডসন ও বিলি স্ট্যানলেক।
মন্তব্য চালু নেই