অস্কারে নিষিদ্ধ কার্দাশিয়ান পরিবার
সম্প্রতি একটি খবরে হইচই পড়ে গেছে হলিউডে। শোনা যাচ্ছে, বছরের সবচেয়ে সেরা এবং জমকালো অস্কারের আসরে নাকি নিষিদ্ধ ছিল রিয়েলিটি জগতের সবচেয়ে বিখ্যাত ‘কার্দাশিয়ান’ পরিবার। মার্কিন স্টার ম্যাগাজিনের দাবি, কার্দাশিয়ান বোনদের কেউই নাকি আমন্ত্রণপত্র পান নি। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গর ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এর আগের রাতে একটি নৈশভোজের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়। সেখানে ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও, সিল্ভেস্টার স্ট্যালোন, ক্যারি ওয়াশিংটন, আলিসিয়া ভিকান্দার সহ বহু তারকার নাম। তবে সেখানে কেউই কার্দাশিয়ান বোনদের কাছে আমন্ত্রণপত্র পাঠান নি। স্টার ম্যাগাজিনের দাবি, এই পরিবারকে তাদের বিরূপ ব্যবহারের জন্য তিরস্কৃত করা হয়েছে। তারকা বোনদের মধ্যে বলা হচ্ছে ক্রিস জেনারের নাম, যিনি তার বাজে ব্যবহারের জন্য আলোচিত। বলা হয়, একবার নাকি মাতাল অবস্থায় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্রিস। আর সে কারণেই নিষিদ্ধ করা হল ‘কার্দাশিয়ান’ পরিবার।
মন্তব্য চালু নেই