অস্কারও কিনা রেস্তোরাঁয় ফেলে এলেন লিওনার্দো ডিক্যাপ্রিও!‌

চার বার ব্যর্থ হয়েছেন। অবশেষে পঞ্চমবার শিকে ছিঁড়ল। সেই অস্কারও কিনা রেস্তোরাঁয় ফেলে এলেন লিওনার্দো ডিক্যাপ্রিও!‌ রবিবার রাতে ডলবি থিয়েটার থেকে বেরিয়ে দু’‌–দু’‌টো আফটার পার্টি। প্রথমে গভর্নর, তার পর ভ্যানিটি ফেয়ার–এর পার্টি। হাতে ছিল সেই সোনালি মূর্তি। এর পর ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু, বাবা জর্জ, মা আর্মেলিন, সৎ মা পেগিকে নিয়ে চলে যান লস এঞ্জেলেসের ‘‌এগো’‌ রেস্তোরাঁয়।

ছিলেন ‘দ্য রেভেনান্ত’‌ ছবির প্রযোজক আর্নন মিলশান, অভিনেতা টবি ম্যাগুইর। ভোর পর্যন্ত চলে মোচ্ছব। কিন্তু ততক্ষণে মোচ্ছবের কারণটা বেমালুম ভুলে গেছেন লিওনার্দো। রেস্তোরাঁর টেবিলে অস্কার ফেলে উঠে পড়েন গাড়িতে। চোখে পড়তেই হোটেলের এক কর্মী ছুটে এসে গাড়ির জানলা দিয়ে গলিয়ে দেন তাঁর পুরস্কার। গোটা ঘটনা হোটেলের সিসিটিভিতে ধরা পড়েছে।



মন্তব্য চালু নেই